fbpx
হোম আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে আমেরিকা ব্যর্থ: রুহানি
চাপ প্রয়োগ করে আমেরিকা ব্যর্থ: রুহানি

চাপ প্রয়োগ করে আমেরিকা ব্যর্থ: রুহানি

0

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমেরিকা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে ব্যর্থ হয়েছে দেশটি | রাজধানী তেহরানে রোববার প্রেসিডেন্ট রুহানি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এতে দেশি-বিদেশি গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হলে ইরানের জন্য কী ধরনের পরিণতি হতে পারে- এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকায় কোন দল ক্ষমতায় থাকল সেটি আমাদের কাছে কোনো ব্যাপার নয়। আমাদের কাছে– আমাদের জাতীয় স্বার্থই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমেরিকার এই নীতির পরও সব অর্থনৈতিক সূচক থেকেই দেখা যাচ্ছে ইরান খারাপ পরিস্থিতি মোকাবেলা করেছে।

হাসান রুহানি বলেন, মার্কিন কর্মকর্তারা এখন এই উপসংহারে পৌঁছেছে যে, তারা ভুল কৌশলে ইরান নিয়ে কাজ করেছেন।

তারা ভেবেছিল, সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে দুর্বল করে আলোচনার টেবিলে বসাতে সক্ষম হবে। কিন্তু সেটি সম্ভব হয়নি, আমরা যথেষ্ট শক্তি ও মর্যাদা নিয়ে বিশ্বের সঙ্গে কথা বলেছি। আমরা কখনও দুর্বল অবস্থানে থেকে তাদের সঙ্গে আলোচনা করব না।

প্রেসিডেন্ট রুহানি বলেন, যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের জনগণের কিছু সমস্যা হয়েছে, বিশেষ করে সাধারণ জনগণের। তবে তারা দেশের শত্রুদের কোনোভাবেই সফল কিংবা লাভবান হতে দেবেন না।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *