fbpx
হোম অন্যান্য চতুর্থ দিনেও ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল
চতুর্থ দিনেও ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল

চতুর্থ দিনেও ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল

0

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার শারীরিক অবস্থার আজ চতুর্থ দিন। এখনো স্থিতিশীল রয়েছে। শ্বাসকষ্ট থাকায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

আজ সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ জানান, গত রাতেও অবনতি হয়নি। ওই রকমই ছিল। গতকালের মতো আজকেও নাস্তা, ওষুধ খেয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ মে তাঁর গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। তারপর থেকে তিনি চিকিৎসাধীন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কিছুদিন পর থেকে এই ভাইরাস শনাক্তরণে কিট উদ্ভাবনে নামে গণস্বাস্থ্য কেন্দ্র। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল তা উদ্ভাবনও করেছে। এ কিট উদ্ভাবন প্রক্রিয়া মিডিয়াসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগের সমন্বয় করে আসছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। কিন্তু সবশেষ আশার আলো দেখার আগেই হঠাত করোনায় আক্রান্ত হন তিনি। তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *