fbpx
হোম অন্যান্য চট্টগ্রামে ৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত
চট্টগ্রামে ৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত

চট্টগ্রামে ৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত

0

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণের  উদ্যোগে ৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি অজিত কুমার দাস এর সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মুনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা গভর্ণর আমিনুল হক বাবু , বিশেষ অতিথি হিসাবে ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ নওশাদ চৌধুরী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার নির্বাহী সভাপতি আবু তাহের চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন অর্থ সম্পাদক শাহজাদা গোলাম সরওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আশরাফ, আমিনুর নিজামি রিফাত সহ সম্পাদক মোহাম্মদ দিদার আলম খান, সৈয়দ আনিসুর রহমান আমান দপ্তর সম্পাদক মোহাম্মদ এহসানুল হক মিলনসহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহী ইমরান রাজু, আরিফুল হক তায়েফ, জাফর আলম রবিন, চট্টগ্রাম কলেজ প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল প্রভু।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাঠ প্রাঙ্গণ থেকে বিকেল ৩ টায় শুরু করে আন্দরকিল্লা মোড় হয়ে চেরাগি পাহাড় মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি পরবর্তী সমাবেশে বক্তারা বলেন,
গণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার, বিশ্বে মানবতা অক্ষুন্ন রাখা ও শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে মানবাধিকার কমিশন নিরলসভাবে কাজ করে চলছে।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *