fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা গৃহবধূকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ !
গৃহবধূকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ !

গৃহবধূকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ !

0

সিরাজগঞ্জের শাহজাদপুরে আখি খাতুন (২০) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার পর তা আত্নহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রায়পুরে এঘটনাটি ঘটেছে। নিহত আখি খাতুন এ গ্রামের মোহাম্মদ মেকারের ছেলে মামুন (২৫) মেকারের স্ত্রী এবং পাবনা জেলার সাথিয়া উপজেলার সোনাতলা মধ্যপাড়ার আশরাফুল ইসলামের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, দুপুরে মামুন মেকারের ঘর থেকে দীর্ঘ সময় তার শিশু কন্যা মুসকানের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দিয়ে মামুনের স্ত্রী আখি খাতুনকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তার দরজা খুলে আখি খাতুনের লাশ নামিয়ে আনেন এবং সুরতহাল করেন। এসময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়।

নিহত আখির পিতা আশরাফুল ইসলাম জানান, প্রায় আড়াই বছর পূর্বে মামুনের সাথে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকে প্রায়ই তুচ্ছ কারনে মামুন তার মেয়েকে নির্যাতন করতো। কয়েকদিন আগেও সে আখির হাতের কয়েকটি স্থানে আঘাত করে রক্তাক্ত করে।

তিনি অভিযোগ করেন, আজ সকালে আখিকে নির্যাতন করে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে মামুনসহ পরিবারের লোকজন পালিয়ে গেছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের পক্রিয়া চলছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *