fbpx
হোম গণমাধ্যম অনলাইন গুগল ড্রাইভে দ্রুত ফাইল শেয়ার করার সুযোগ আসছে
গুগল ড্রাইভে দ্রুত ফাইল শেয়ার করার সুযোগ আসছে

গুগল ড্রাইভে দ্রুত ফাইল শেয়ার করার সুযোগ আসছে

0

গুগল ড্রাইভ দ্রুত ফাইল শেয়ার করার সুবিধা চালু করতে যাচ্ছে। প্রায়ই যাদের সঙ্গে যোগাযোগ হয়, ড্রাইভের শেয়ার লিস্টে এখন থেকে তাদের নাম সাজেশনে থাকবে।

টেকরাডারের এক খবরে জানানো হয়েছে, সাজেশন লিস্টে আসা নামগুলোতে খুব দ্রুত ফাইল শেয়ার করা যাবে। উৎপাদনশীলতা আর সহযোগিতা বাড়াতে গুগল ওয়ার্কস্পেস সাজেস্টেড কনটাক্টস ফিচার চালু করেছে। আগে যে ঘরে প্রাপকের নাম বা ই-মেইলের ঠিকানা লিখতে হতো, সেখানে মাউস বসিয়ে ক্লিক করলেই সহকর্মী বা বন্ধুদের নাম সাজেশন আকারে দেখাবে।

১৯ নভেম্বর থেকে ফিচারটি ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। গুগল এরই মধ্যে নতুন ফিচারটি ওয়ার্কস্পেস ও লিগ্যাসি জি স্যুট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য চালুর উদ্যোগ নিয়েছে। তবে ব্যবহারকারীদের কাছে ফিচারটি পৌঁছাতে দু-এক সপ্তাহ সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, ফাইল শেয়ারে প্রবেশ করার সময়সীমা বেঁধে দেয়ার মতো ফিচারও যুক্ত করবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *