fbpx
হোম আন্তর্জাতিক গাজায় বিমান হামলা,শিশুসহ নিহত ২০
গাজায় বিমান হামলা,শিশুসহ নিহত ২০

গাজায় বিমান হামলা,শিশুসহ নিহত ২০

0

জেরুজালেমে রকেট হামলার পরপর ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস পরিচালিত প্যালেস্টাইনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১১ মে) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বিমান হামলায় অন্তত তিনজন হামাস মিলিট্যান্ট মারা গেছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল জোনাথন কনরিকাস বলেছেন, গাজায় সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ আমরা শুরু করেছি।

হামাস সূত্রে জানা গেছে, হামলায় ইজজেডাইন আল-কাসাম ব্রিগেডের অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহ ফায়াদ নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল দুর্দান্ত শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে। যারা আমাদের আক্রমণ করে তাদের চড়া মূল্য দিতে হবে।

এর আগে, ইসরায়েলের জেরুজালেমে রকেট হামলা চালানো হয়। হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার সময় সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে ইসরায়েলের পার্লামেন্ট খালি করে ফেলা হয়। সোমবার (১০ মে) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। খবরে উল্লেখ করা হয়েছে, রকেট ছোঁড়া হয় গাজা থেকে। এর আগে, আল-আকসা মসজিদের সামনে ইসরায়েলি পুলিশের সাথে সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত হওয়ার পরে গাজার হামাস শাসকরা ‘স্ট্রাইক’ করার হুমকি দিয়েছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *