fbpx
হোম রাজনীতি গণস্বাস্থ্যের কিট অনুমোদনসহ ৭ দফা দাবিতে গণসংহতি আন্দোলন
গণস্বাস্থ্যের কিট অনুমোদনসহ ৭ দফা দাবিতে গণসংহতি আন্দোলন

গণস্বাস্থ্যের কিট অনুমোদনসহ ৭ দফা দাবিতে গণসংহতি আন্দোলন

0

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণসংহতি আন্দোলন ৭ দফা দাবি নিয়ে আগামী ১৬ জুন , জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় এক বিক্ষোভের আয়োজন করেছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ময়কারী জোনায়েদ সাকী বলেন, স্বাস্থ্যখাতের সমস্যাগুলো নিরসনকল্পে আমাদের এই দাবিগুলো আগামী ১৬ জুন স্বাস্থ্যমন্ত্রণালয়ের সামনে বিক্ষোভের মাধ্যমে তুলে ধরবো।

দাবিগুলো হলো;

১. বাজেটের অন্তত ২০ ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখতে হবে। সময়মতো অর্থ বরাদ্দ ও তার ব্যবহার নিশ্চিত করতে হবে।

২. অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের অনুমোদন দিয়ে গন টেস্টিং এর ব্যবস্থা করতে হবে। দ্রুততম সময়ে দৈনিক অন্ততপক্ষে ৫০ হাজার পিসিআর টেস্টের সক্ষমতা তৈরি কর। জেলা ও থানা পর্যায়ের টেস্ট সুবিধা সম্প্রসারিত করতে হবে।

৩. শ্রমিক এলাকায ও় ঘনবসতিপূর্ণ অঞ্চলে পর্যাপ্ত কোয়ারেন্টাইন/আইসোলেশন বা সংগনিরোধ এর সুবিধা তৈরি করতে হবে।

৪. হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা নিশ্চিত করতে হবে। অক্সিজেন সিলিন্ডারের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল তৈরি ও আনুপাতিক হিসাবে ভেন্টিলেটর সুবিধা নিশ্চিত করতে হবে। অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসক, জীবাণু, জনস্বাস্থ্য ও মহামারী বিশেষজ্ঞ, নার্স ও টেকনিশিয়ানদের নিয়োগ দিতে হবে। সক্ষম অবসরপ্রাপ্তদেরকেও সাময়িকভাবে কাজে যোগ দেয়ার ব্যবস্থা করতে হবে। সকল হাসপাতালের সাধারণ চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বেসরকারি হাসপাতাল সাময়িকভাবে অধিগ্রহণ করতে হবে।

৫. সার্বজনীন স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের জন্য হেলথ কার্ডের ব্যবস্থা করতে হবে। খাদ্য, পানি, বায়ু, পরিবেশ দূষণ রোধের মাধ্যমে রোগ প্রতিরোধর ব্যাপক উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্যঝুঁকি তৈরিকারী সকল প্রকল্প বাতিল করতে হবে। রোগ নির্ণয়, চিকিৎসা সেবা, অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি, মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণের ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য সেবা সুলভ ও স্বাস্থ্য বীমা চালু করতে হবে।

৬. স্বাস্থ্য ব্যবস্থাকে স্বাধীন সাংবিধানিক কমিশনের অধীনে পরিচালনা করে রেগুলাটরি অথরিটি বা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি-বেসরকারি স্বাস্থ্য কার্যক্রম এর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে জীবাণু বিশেষজ্ঞ, মহামারী বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করতে হবে।

৭. স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করে স্বাস্থ্য ব্যবস্থায় নিয়োগ, বদলী, পদোন্নতি, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম ও পণ্য ক্রয়ে সকল দুর্নীতির তদন্ত ও সংশ্লিষ্ট মন্ত্রী-আমলাসহ সকলের বিচারের ব্যবস্থা করতে হবে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *