fbpx
হোম রাজনীতি গণফোরামে বহিস্কার নিয়ে গৃহবিবাদ
গণফোরামে বহিস্কার নিয়ে গৃহবিবাদ

গণফোরামে বহিস্কার নিয়ে গৃহবিবাদ

0

চলছে বহিষ্কার-পাল্টা বহিষ্কার । গণফোরামে বহিস্কারের এই গৃহবিবাদ এখন প্রকাশ্যেই দেখা দিয়েছে ।

গণফোরাম থেকে ৩ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করায় উল্টো সাধারণ সম্পাদককেই বহিষ্কার করেছেন তারা । দলটির সভাপতি ড. কামাল হোসেন বিষয়টিকে দেখছেন সাবেক এক সাধারণ সম্পাদকের ষড়যন্ত্র হিসেবে । শোকজ এর যথাযথ জবাব না পেলে ব্যবস্থা না নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ।

এদিকে বহিষ্কৃত পক্ষের অভিযোগ, দলের নীতি নির্ধারণে গণতন্ত্র নেই । অগণতান্ত্রিকভাবে দল পরিচালনা, নীতি নির্ধারণ ও নেতৃত্ব নির্বাচনের অভিযোগ তোলায় তিন কেন্দ্রীয় নেতাকে বহিস্কার করেছেন সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া । জবাবে সাধারণ সম্পাদকসহ দু’জনকে পাল্টা বহিস্কার করেছেন তারা ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *