fbpx
হোম রাজনীতি খালেদা জিয়ার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত: ফখরুল
খালেদা জিয়ার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত: ফখরুল

খালেদা জিয়ার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত: ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশ ও বিদেশের চিকিৎসকরা বলেছেন- খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। অথচ এ দেশের আইনমন্ত্রীসহ সরকার মিথ্যাচার করছে। তারা ৪০১ ধারার দোহাই দিচ্ছেন। অথচ এই ধারার বলে সরকার ইচ্ছা করলেই খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারেন। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তা না হলে গণঅনশন দিয়ে শুরু হলো। এই আন্দোলন আপনাকে গদিচ্যুত করবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এটা আমাদের জীবন-মরণের সমস্যা, আমাদের অধিকারের সমস্যা। নেত্রীকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে। খালেদা জিয়ার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত রয়েছি। তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা না পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বক্তব্যে সোমবার ঢাকা মহানগরসহ সারাদেশে মহানগর, জেলা ও উপজেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ওইদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আমরা আবার এই দাবি নিয়ে সামনে আসবো। তারপরও যদি না হয়, আবারো কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই স্বাধীন দেশে আমরা খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে পারছি না। অনশনের মতন কর্মসূচি পালন করতে হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না। অনতিবিলম্বে তাকে বিদেশ যেতে দিন, না হলে চূড়ান্ত আন্দোলনের কোনো  বিকল্প নাই।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, আমি সাক্ষী ১৯৭৯ সালে জিয়াউর রহমানের আমলে আমাকে চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছে। আমি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলাম। সংবিধানের কোন আর্টিকেলে আছে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবে না? আমি সরকারের কাছে জানতে চাই। তিনি বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারের কি অবস্থা হবে তা আমি জানি না। গা শিউরে উঠে আমার। ঘরে ঘরে আগুন জ্বলবে। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তির জন্য ঘোষিত সকল আন্দোলনে অংশ নেয়ার প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে আপনি এক ঘণ্টাও দেশে থাকতে পারবেন না। দেশের জনগণ সেটা হতে দেবে না।

স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দুনিয়ার কোনো দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহজ ছিল না। আমাদেরও এ কথা মনে রাখতে হবে।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার জন্য বিএনপির অনেকে মন্ত্রী, এমপি ও নেতা হয়েছেন। তাই আজ তার জন্য রাস্তায় নামতে হবে। জীবনকে বাজি ধরতে হবে। দল থেকে যে কর্মসূচি দেওয়া হবে তা পালন করতে হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *