fbpx
হোম অন্যান্য খতম তারাবিতে প্রতি মসজিদে একজন হাফেযকে অনুমতি দেওয়ার আহবান
খতম তারাবিতে প্রতি মসজিদে একজন হাফেযকে অনুমতি দেওয়ার আহবান

খতম তারাবিতে প্রতি মসজিদে একজন হাফেযকে অনুমতি দেওয়ার আহবান

0

করোনা পরিস্থিতিতে সারাদেশে বর্তমান লকডাউন অবস্থা অব্যাহত থাকলে দেশের সকল মসজিদে ন্যূনতম ৫ জন মুসল্লির সাথে একজন করে হাফেযকে তারাবির নামাজ পড়ানোর অনুমতি দেওয়ার আহবান জানিয়েছেন আহলুল হুফফায ফাউন্ডেশনের চেয়ারম্যান কারী শেখ নাজির উল্লাহ।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারি এই হাফেয আরো বলেন, বাংলাদেশের হাফেযরা সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান, যাদের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী। তারাবির সম্মানীর টাকা দিয়ে তারা সারা বছরের পড়াশোনার খরচ চালান। যেহেতু সীমিত আকারে মসজিদে নামাজ হচ্ছে, সরকার যেন সীমিত আকারে তারাবি চালু রেখে হাফেযদের কল্যাণ করেন।

তার বক্তব্যের সাথে একমত পোষণ করেন ঢাকা উত্তরার তরুণ হাফেযদের সংগঠক, ইসলামি শিক্ষাবিদ হাফেজ মাওলানা ইসমাঈল আহসান।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *