fbpx
হোম ক্রীড়া ক্রিকেটকে বিদায় জানালেন মালিঙ্গা
ক্রিকেটকে বিদায় জানালেন মালিঙ্গা

ক্রিকেটকে বিদায় জানালেন মালিঙ্গা

0

কালো-সোনালি ঝাঁকড়া চুলে একটু অস্বাভাবিক বোলিং অ্যাকশনে সেই বিষাক্ত ইয়র্কারগুলি আর দেখা যাবে না। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা।

টুইটারে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে লাসিথ মালিঙ্গা লিখেছেন, জুতো জোড়া তুলে রাখছি। সব ধরণের ক্রিকেট থেকে সরে যাচ্ছি। আমার এই যাত্রাপথে যাঁদের পাশে পেয়েছি, সবাইকে ধন্যবাদ। তরুণ প্রজন্মকে আমার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করার জন্য মুখিয়ে আছি।

১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে যে দলগুলির হয়ে খেলেছেন, সেগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আইপিএল থেকে আগেই অবসর নিয়েছিলেন মালিঙ্গা। সেই কারণে এই বছরের গোড়ায় মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দিয়েছিল। তখন অবসরের সিদ্ধান্ত নিয়ে মালিঙ্গা জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে আলোচনা করার পর আমার মনে হয়েছে, সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। যেহেতু সামনেই আইপিএল নিলাম রয়েছে, তাই আমি এই ব্যাপারে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেছি। তারা আমার সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্টে ১০১টি উইকেট রয়েছে মালিঙ্গার। একদিনের ক্রিকেটে ২২৬টি ম্যাচে ৩৩৮টি উইকেট নিয়েছেন। দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৮৪টি। উইকেট নিয়েছেন ১০৭টি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *