fbpx
হোম রাজনীতি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা
কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা

কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠক শেষে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি না হলেও পরে ড. কামাল হোসেন জানান, সমসাময়িক ইস্যুতে সরকারের ব্যর্থতা তুলে ধরা হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল দশটার কিছু পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার রাষ্ট্রদূত ও ইইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি। ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অংশ নেন ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল ও আ স ম রবও।

বারোটার কিছু আগে বৈঠক শেষে সবাই একে একে বের হয়ে এলেও প্রথমে এ বিষয়ে মুখ খোলেননি কেউ। তবে পরে ড. কামাল হোসেন জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে বৈঠকে। ড. কামাল বলেন, দেশের পরিস্থিতি আমরা তাদের কাছে তুলে ধরেছি। নির্বাচন সুষ্ঠু হয়নি এসবও উল্লেখ করেছি।

বৈঠকে বেগম জিয়াসহ রাজনৈতিক মামলায় বন্দিদের মুক্তির বিষয়টি তুলে ধরা হয়। আলোচনা হয় আসাম ইস্যুতেও। আ স ম রব বলেন, খালেদা জিয়াসহ লাখ লাখ কর্মী জেলখানায়। মিথ্যা মামলায় তাদের আটকে রাখা হয়েছে। সকল সচেতন নাগরিকদের আহবান জানাবো সবার মুক্তির জন্য এগিয়ে আসতে।

বৈঠকে উপস্থিত কূটনীতিকদের প্রতিক্রিয়া কি ছিলো সে বিষয়ে কথা বলেননি কেউ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *