fbpx
হোম আন্তর্জাতিক কুর্দিবিরোধী অভিযান ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা
কুর্দিবিরোধী অভিযান ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা

কুর্দিবিরোধী অভিযান ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা

0

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিবিরোধী অভিযান ৫ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিবিরোধী অভিযান ৫ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
আঙ্কারায় সংবাদ সম্মেলনে পেন্স বলেন, “সব ধরনের যুদ্ধ ৫ দিন বন্ধ থাকবে। তুরস্কের হিসাবে তারা সীমান্ত এলাকায় যে ‘নিরাপদ অঞ্চল’ সৃষ্টি করতে চায়, ওই এলাকা থেকে কুর্দি বাহিনী প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সাহায্য করবে,”।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আহ্বান জানিয়েছেন এই সময়ের মধ্যে কুর্দি যোদ্ধারা নির্দিষ্ট এলাকাগুলো থেকে সরে যাবে। তবে যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও সৈন্য প্রত্যহারের শর্তে কুর্দিরা রাজি হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বলা হচ্ছে এরদোগান যে এই যুদ্ধবিরতি একচেটিয়া জয়লাভ করলেন তা নিয়ে সরব মার্কিন মিডিয়া। নিউইয়র্ক টাইমস এক সম্পাদকীয়র শিরোনাম করেছেন, “Turkey’s Victory Over Donald Trump” অর্থাৎ, ডোনাল্ড ট্রাম্পের ওপর তুরস্কের বিজয়। সিএনএন শিরোনাম করেছেন, “Pence announces Syria ceasefire that appears to give Turkey everything it wants” অর্থাৎ, পেন্স সিরিয়া যুদ্ধবিরবতি ঘোষণা করলেন, যাতে তুরস্কের সব চাওয়া পূর্ণ হলো।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *