fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা কুমিল্লায় ফেসবুকে কোরআন বিনষ্ট সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়েছে সদর পুলিশ
কুমিল্লায় ফেসবুকে কোরআন বিনষ্ট সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়েছে সদর পুলিশ

কুমিল্লায় ফেসবুকে কোরআন বিনষ্ট সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়েছে সদর পুলিশ

0

২০১৬ সালের ঘটনাকে সামনে এনে একটি চক্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মসজিদে পবিত্র কোরআন বিনষ্টকরণের ঘটনা সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ২০১৬ সালের। তাই গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছে।

সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে। সদর দফতরের বরাত দিয়ে ডিএমপি নিউজ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া উল্লেখিত শিরোনামের ঘটনাটি ২০১৬ সালের অক্টোবর মাসের ১৯ তারিখের। ঘটনায় একটি মামলা হয়েছিল, যার নম্বর-১১/২১৬, তারিখ-১৯/১০/২০১৬। মামলার সংশ্লিষ্ট আসামি মো. জাহাঙ্গীর আলমকে (৩৮) পুলিশ দ্রুততম সময়ে গ্রেফতার করে আদালতে হাজির করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তকে আসামি করে পুলিশ এই মামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে, যার নম্বর-২১২, তারিখ-৩০/১১/২০১৬। মামলাটি আদালতে বিচারাধীন।

পুলিশ জানিয়েছে, এই অবস্থায় অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনাটি পুনরুল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনাটিকে সামাজিক যোগযোগ মাধ্যমে পুনরায় ছড়িয়ে দিয়ে একটি সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। এই বিষয়ে সাধারণ জনগণের সচেতনতা একান্ত কাম্য।
Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *