fbpx
হোম অন্যান্য কিশোরগঞ্জে একই পরিবারের ৩ জনসহ আক্রান্ত আরও ৪ জন
কিশোরগঞ্জে একই পরিবারের ৩ জনসহ আক্রান্ত আরও ৪ জন

কিশোরগঞ্জে একই পরিবারের ৩ জনসহ আক্রান্ত আরও ৪ জন

0

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে গত ০৯ এপ্রিল পাঠানো ৩৪টি নমুনার মধ্যে নতুন করে ৪জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

এদের মধ্যে ৩জন করিমগঞ্জ উপজেলার একই পরিবারের ৩ সদস্য এবং বাকি একজন হোসেনপুর উপজেলার। এদিকে নরসুন্দা ক্লিনিকের এক ব্যাক্তির নমুনা ও ২৫০ শয্যা বিশিষ্ট্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে মৃত ব্যাক্তির নমুনা রিপোর্ট নেগেটিভ আসে।

আজ বিকাল ৪টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান। এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে করিমগঞ্জে মারা যাওয়া সেলিম মিয়া এবং তার পরিবারের তিন সদস্য রয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকার একজন চিকিৎসক ও ৩২ এলাকার একজন নারী স্বাস্থ্যকর্মী, ভৈরব থানার একজন পুলিশ কর্মকর্তা (এসআই), ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের একজন নারী ও ইটনা সদর ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্য এবং পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী চরপাড়া এলাকার এক ব্যক্তি করোনায় আক্রান্ত ।

করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার সেলিম মিয়া রাজধানী ঢাকায় একটি মুদি দোকান করতেন। গত ৬ই এপ্রিল ভোর রাতে মারা যাওয়ার সপ্তাহ খানেক আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। এসময় জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। ইতোমধ্যে গতকাল বিকেলে গোটা কিশোরগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মো: সারোয়ার মুর্শেদ চৌধুরী।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *