fbpx
হোম রাজনীতি কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চান ইমরান খান
কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চান ইমরান খান

কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চান ইমরান খান

0

কাশ্মীরের স্বাধীনতার জন্য যত দূর যেতে হয় যাবে পাকিস্তান। এই বার্তা তারা বারবার বিভিন্নভাবে দিয়েছে। এবার আজাদ কাশ্মীরে দাঁড়িয়ে কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কথা বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে তিনি সব আন্তর্জাতিক ফোরামে কাশ্মীরের সমস্যার কথা তুলে ধরবেন।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বুধবার কাশ্মীরের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনি বলেন, কাশ্মীরের সমস্যা জানাতে সব আন্তর্জাতিক ফোরামে যাবেন তিনি। আর ভারত কোনও পদক্ষেপ নিলে পাকিস্তান তার কড়া জবাব দেবে বলে মোদীর নাম করে হুঁশিয়ারি দেন ইমরান খান।

পাশাপাশি এদিন তিনি ভারতয় বায়ুসেনার বালাকোট স্ট্রাইকের কথা স্বীকার করে নিয়ে বলেন, ভারত নাকি এবার পাকিস্তানের জন্য বালাকোটের থেকেও বড় অভিযানের পরিকল্পনা করছে।

পাকিস্তানের এবারের স্বাধীনতা দিবসে উৎসর্গ করা হয়েছিল কাশ্মীরিদের জন্য। প্রধানমন্ত্রীসহ পাকিস্তানের নেতারা জায়গায় জায়গায় গিয়ে আওয়াজ তুলেছেন ভারতের বিরুদ্ধে। এমনকি যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন ইমরান খান। ভারতকে আক্রমণ করার সঠিক জায়গা হিসেবে কাশ্মীরকে বেছে নিয়েছিলেন তিনি। সেখানেই ছুটে গিয়েছিলেন স্বাধীনতা দিবস উদযাপনে।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *