fbpx
হোম ক্রীড়া কাল লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে মুমিনুলের দল
কাল লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে মুমিনুলের দল

কাল লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে মুমিনুলের দল

0

শীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। দুদলই পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত আগামীকাল(বুধবার)। ক্যান্ডিতে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে।

প্রথম পয়েন্ট অর্জনে উদ্দেশ্যের এবার শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে মুমিনুল হকের দল। কেননা এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৫টি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হেরেছে টাইগাররা। বাংলাদেশই একমাত্র দল যারা এখনো কোনো পয়েন্ট পায়নি। টেবিলে নয় নম্বরে রয়েছে রাসেল ডোমিঙ্গো শিষ্যরা।
তবে দুদলে মুখোমুখিতে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। জয়, সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ জুটি- সব রেকর্ডই কথা বলছে লঙ্কানদের পক্ষে। অতীত পরিসংখ্যান যাই নির্দেশ করুক, পাঁচদিনের ম্যাচে প্রতি সেশনে ব্যাটে-বলে যে দল বেশি ভালো করতে পারবে, জয় আসবে পক্ষেই। কে জিতবে আর কে হারবে নাকি আবার ড্র হবে- সেটা বোঝা যাবে পাঁচদিনের ম্যাচ শেষেই।
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত মোট ২০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৬টি ম্যাচেই জিতেছে লঙ্কানরা। আর ২০১৭ সালের নিজেদের শততম টেস্ট খেলতে নেমে শ্রীলঙ্কার মাটিতে ৪ উইকেটের জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল। লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয় এই একটিই। অন্য তিনটি ম্যাচ ড্র হয়েছে।

বল হাতেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কালজয়ী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। মাত্র ২২ ইনিংসে সর্বোচ্চ ৮৯টি উইকেট লুফে নেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে ১২ ইনিংসে সর্বোচ্চ ২৯টি উইকেটের নিতে সক্ষম হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *