fbpx
হোম ক্রীড়া কাণ্ডারি হয়ে উঠলেন সাকিব-লিটন
কাণ্ডারি হয়ে উঠলেন সাকিব-লিটন

কাণ্ডারি হয়ে উঠলেন সাকিব-লিটন

0

সকাল সকাল বিদায় নিলেন মুশফিকুর রহিম। তাতে শঙ্কার মেঘ আরও জমাট বাঁধে। তবে সাকিব আল হাসান ও লিটন দাসের দৃঢ়তায় ক্রমশই আলোতে ফিরতে থাকে বাংলাদেশ। ইতিমধ্যে শ্রীলঙ্কার রান টপকে দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে স্বাগতিকরা। আর দলের কাণ্ডারি হয়ে উঠলেন সাকিব-লিটন।

শুক্রবার (২৭ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা লিড নিয়ে গেছে লাঞ্চ বিরতিতে। শেষ দিনের প্রথম সেশন শেষে স্কোর ৪৬ ওভারে ৫ উইকেটে ১৪৯। তাতে লিড নিয়েছে ৮ রানের। ব্যাট করছেন সাকিব আল হাসান (৫২*) ও লিটন দাস (৪৮*)। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে শ্রীলঙ্কা করেছে ৫০৬ রান।

আগের দিন ৪ উইকেট হারিয়ে এমনিতেই কোণঠাসা ছিল বাংলাদেশ। এর ওপর শেষ দিনে দ্রুত আরেকটি উইকেট হারিয়ে বসলে চাপ আরও বাড়ে। তবে ক্রিজে এসেই জাদু দেখাতে থাকেন সাকিব। ব্যাট হাতে তিনি চড়াও হয়ে ওঠেন শ্রীলঙ্কার বোলারদের ওপর। খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। অন্যপ্রান্তে লিটন তখন ধরে খেলার মানসিকতায়। তাদের জুটিতে লাঞ্চ বিরতির আগে এসেছে ৯৬ রান।

প্রথম সেশনে হাফসেঞ্চুরিও তুলে নিয়েছেন সাকিব। সকালের সেশনের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফসেঞ্চুরির দেখা পান তিনি। ৬১ বলে মাইলফলকটিতে পৌঁছাতে তিনি মেরেছেন ৭ বাউন্ডারি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *