fbpx
হোম আন্তর্জাতিক কলকাতায় হচ্ছে বাংলাদেশ বইমেলা
কলকাতায় হচ্ছে বাংলাদেশ বইমেলা

কলকাতায় হচ্ছে বাংলাদেশ বইমেলা

0

কলকাতায় শুক্রবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বইমেলা- ২০১৯। কলকাতার জ্ঞান ও সৃজনশীল পল্লী বলে পরিচিত রবীন্দ্র সদনের মোহর কুঞ্জে এই মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মেলা উদ্বোধন করার কথা রয়েছে। তবে মেলা শুরুর কয়েক ঘণ্টা আগেও মেলার পরিকাঠামো চূড়ান্ত না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রকাশকরা।

কলকাতায় ক্রমেই বাড়ছে বাংলাদেশি বইয়ের চাহিদা। এ কথা মাথায় রেখে ২০১১ সাল থেকে কলকাতায় বাংলাদেশ বই মেলা হয়ে আসছে। এবারো বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে, বাংলাদেশ সরকারের রফতানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতার বাংলাদেশ উপদূতাবাস যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান বলেন, বাংলাদেশ বইমেলা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করা।

এর আগে কলকাতা বাংলা একাডেমির প্রাঙ্গণে আয়োজন করা হলেও, মেলা এখন স্থানান্তর করা হয়েছে কলকাতার প্রাণকেন্দ্র বলে পরিচিত ধর্মতলার অদূরে রবীন্দ্র সদন এলাকার মোহরকুঞ্জ পার্কে।

ইকরি-মিকরি, সময়, ভাষাচিত্র, প্রথমা, পাঠক সমাবেশসহ ৮০টি বাংলাদেশি জনপ্রিয় প্রকাশনী সংস্থা মেলায় অংশ নিচ্ছে। যদিও শুরুর আগে মেলা প্রাঙ্গণের প্রস্তুতি নিয়ে কিছুটা হতাশ প্রকাশকরা।

মেলা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অধ্যাপক সামসুজ্জামান খানসহ দুই বাংলার বিশিষ্ট অতিথিরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *