fbpx
হোম আন্তর্জাতিক করোনা মুক্তির মোনাজাতে বাধা দেওয়ায় উত্তাল কর্নাটক
করোনা মুক্তির মোনাজাতে বাধা দেওয়ায় উত্তাল কর্নাটক

করোনা মুক্তির মোনাজাতে বাধা দেওয়ায় উত্তাল কর্নাটক

0

করোনা ভাইরাসের থাবায় পুরো বিশ্ব এখন অসহায়। এশিয়া মহাদেশের অন্যতম দেশ ভারত এই করোনা মোকাবিলায় এরি মধ্যে দীর্ঘদিনের লকডাউন জারি করেছে। কার্যত অচল হয়েছে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

তাই ভারতে লকডাউনের বিধিনিষেধ ভেঙে শুক্রবার জুমার নামাজ ও মোনাজাত হয়েছে । আর তাতে বাধা দিতে গিয়ে দেশটির চার পুলিশ আহত হয়েছেন। শুক্রবার কর্নাটকের হুবলির মন্তুরে এ ঘটনা ঘটে। লকডাউন ভেঙে মোনাজাতে অংশ নেয় জনতা, এতে স্থানীয় প্রশাসন জমায়েতে বাধা দিতেই অগ্নিগর্ভ হয়ে উঠে ওই এলাকা।

এসময় পুলিশ সদস্যদের ঘিরে ধরে স্থানীয় কিছু মানুষ। পুলিশ আক্রমন করলে জনতাও মারমুখী হয়ে ওঠে। হুবলি-ধরবাদের পুলিশ কমিশনার আর দিলীপ জানান, শুক্রবারের নামাজে বাধা দিতে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। এতে চারজন পুলিশ আহত হয়েছেন। যারা এমন করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় প্রশাসন।

Like
Like Love Haha Wow Sad Angry
14

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *