fbpx
হোম আন্তর্জাতিক তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

0

করোনা মহামারিকে কেন্দ্র করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু। কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান। মাত্র ২ ঘন্টা সময় দিয়ে শুক্রবার রাতে আকস্মিক কারফিউ জারি করা হয় দেশটির বিভিন্ন শহরে। এতে জনগণের মধ্যে কেনাকাটা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দেখা দেয় এক বিশৃংখল পরিস্থিতি। এ কারণে ক্ষুব্ধ হয়ে টুইটারে পদত্যাগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও তা গ্রহণ করেন নি প্রেসিডেন্ট এরদোয়ান। উল্লেখ্য, শুক্রবার রাত ১০টায় আকস্মিকভাবে ৪৮ ঘন্টার জন্য কারফিউ জারি করে সরকার। এতে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু টুইটারে একটি বিবৃতি দিয়ে তার পদত্যাগের কথা জানান।

তিনি লিখেছেন, কারফিউ জারির আগে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তা মহামারির ব্যাপারে যথাযথ ব্যবস্থাপনা নয়। তবে তার এই পদত্যাগকে যথাযথ নয় বলে প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেছেন সোয়লুকে তার দায়িত্বে অব্যাহত থাকতে হবে। তুরস্কের ৩১ টি প্রদেশে কারফিউ বহাল রয়েছে। তা শেষ হওয়ার আগে এমন ঘটনা ঘটেছে। দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বলেছে, তুরস্কে করোনা আক্রান্ত হয়েছেন ৫০,০০০ মানুষ। এ অবস্থায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলেছে ওই হঠাৎ কারফিউ দেয়ার ঘোষণা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *