fbpx
হোম আন্তর্জাতিক করোনা ভাইরাস: ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল কলেজ বন্ধ
করোনা ভাইরাস: ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল কলেজ বন্ধ

করোনা ভাইরাস: ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল কলেজ বন্ধ

1
করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল কলেজ বন্ধ করে দেয়া হচ্ছে। এরিমধ্যে উত্তর প্রদেশ এবং হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ডে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে।

বৃহস্পতিবার দিল্লি, উত্তরাখান্ড, ছত্তিসগড় এবং মনিপুর রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দেন, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে দিল্লির সব সিনেমা হলও। তিনি জানিয়েছেন, শুধুমাত্র যেসকল স্কুলে বোর্ড পরীক্ষা হচ্ছে সেগুলো খোলা থাকবে। তাও শুধুমাত্র শিক্ষার্থীদের পরীক্ষায় বসার সময়টাতে স্কুল খোলা হবে।

শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত ভারতে মোট ৭৫ জন করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার প্রথম একজন রোগীর মৃত্যু হয়েছে দেশটিতে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দেশটির অন্তত ১৩টি রাজ্যে করোনা ছড়িয়ে পড়েছে।

এদিকে দিল্লিতে সব সুইমিং পুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছ। এছাড়া দিল্লিতে আইপিএলের কোনো ম্যাচ আয়োজন করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। এছাড়া অন্য সব খেলও বন্ধ করে দেয়া হয়েছে এ রাজ্যে।

Like
Like Love Haha Wow Sad Angry

Comment()

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *