fbpx
হোম আন্তর্জাতিক করোনা ভাইরাসে আক্রান্ত ১ লাখ !
করোনা ভাইরাসে আক্রান্ত ১ লাখ !

করোনা ভাইরাসে আক্রান্ত ১ লাখ !

0

চীনের উহান শহরের হাসপাতালের এক নার্সের দাবি, সেখানে ইতোমধ্যেই ৯০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । তিনি বলেছেন, সরকারিভাবে যে সংখ্যা বলা হচ্ছে প্রকৃতপক্ষে আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ বেশি ।

একটি ভিডিওতে ওই নারী বলেছেন, আমি এই শহরে আছি যেখান থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে । আমি এখানে সত্য বলতে এসেছি । এই মুহূর্তে উহান শহরসহ হুবেই প্রদেশের বিভিন্ন স্থানে ৯০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত ।

এদিকে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবে ওই নারীর এই ভিডিওটি প্রায় ২০ লাখ বার দেখা হয়েছে । তিনি ওই ভিডিওতে সবাইকে সতর্ক করে দিয়েছেন । বলেন, আমি সবাইকে বলতে চাই যারা এই ভিডিও দেখছেন তারা দয়া করে বাইরে বের হবেন না । কোনো পার্টি করবেন না । বাইরে কিছু খাবেন না । এক বছর পর আমরা নববর্ষ পালন করতে পারব । যদি আপনারা এখন নিরাপদ থাকেন তবে আগামী বছর আপনারা আপনাদের পরিবারের সঙ্গে সুস্থভাবে আগামী বছর মিলিত হতে পারবেন ।

তবে সরকারি তথ্য বলেছে ভিন্ন কথা, চীনে এখন পর্যন্ত এই ভাইরাসে ৫৬ জনের মৃত্যু হয়েছে । নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ২ হাজার মানুষ । গত ডিসেম্বরের শেষের দিকে হুবেই প্রদেশের রাজধানী শহর উহানে প্রথম ফ্লু টাইপের এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে ।

এমন এক সময় এই ভাইরাসটি দেখা দিল যখন চীন নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে । নববর্ষের ছুটিতে চীনের কোটি কোটি মানুষ দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরতে যায় । সারাদেশেই উৎসবের পরিস্থিতি বিরাজ করে । এমন অবস্থায় এই ভাইরাস আরও বেশি ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে । সে কারণে নববর্ষের অনেক অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে । পরিস্থিতি খারাপ হতে শুরু করায় চীনা কর্তৃপক্ষ উহান থেকে চলাচলকারী সকল যানবহন বন্ধ ঘোষণা করেছে । হুবেই প্রদেশে ভ্রমণে কড়া সতর্কতা জারি করেছে দেশটির সরকার ।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *