fbpx
হোম আন্তর্জাতিক করোনা ভাইরাসকে জৈব অস্ত্র দাবি করলো ইরান
করোনা ভাইরাসকে জৈব অস্ত্র দাবি করলো ইরান

করোনা ভাইরাসকে জৈব অস্ত্র দাবি করলো ইরান

0

বিশ্বব্যাপী মহাবিপর্যয় নিয়ে এসেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে করোনাভাইরাসকে ইরানের মানুষের বিরুদ্ধে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বলে সন্দেহের উদ্রেক হয়েছে।

এটা প্রকৃতপক্ষেই জৈব অস্ত্র কি না তা খতিয়ে দেখতে শুরু করেছে দেশটি। ইরানের বিজ্ঞানী এবং গোয়েন্দা বিষয়ক বিশেষজ্ঞরা এ কাজে নেমেছেন। করোনাবিরোধী লড়াইয়ে ইরানের জাতীয় সদর দফতরের অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন জেনারেল নাসরুল্লাহ ফাতিয়ান। তিনি এ কথা জানিয়েছেন। ভিডিও লিংকের মাধ্যমে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নাসরুল্লাহ ফাতিয়ান বলেন, করোনাভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের আশঙ্কার যে কথা শোনা যাচ্ছে তা উড়িয়ে দেওয়া হয়নি। এ ধরনের সব সম্ভাবনাকে সবদিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ইরানি জনগোষ্ঠীর জেনেটিক গঠনকে কেন্দ্র করে এবং তাদের ওপর লেলিয়ে দেওয়ার জন্য এই ভাইরাস তৈরি করা হয়েছে বলেও জল্পনা-কল্পনা করা হয়। এসব জল্পনা-কল্পনাও পরীক্ষা করে দেখা হবে বলে জানান তিনি।

 

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *