fbpx
হোম আন্তর্জাতিক করোনা প্রতিরোধে নতুন পদ্ধতি ‘ছাতা মডেল’
করোনা প্রতিরোধে নতুন পদ্ধতি ‘ছাতা মডেল’

করোনা প্রতিরোধে নতুন পদ্ধতি ‘ছাতা মডেল’

0

করোনায় ভারতের সবচেয়ে সফল রাজ্য কেরালা। রাজ্যটি একের পর এক অভিনব পদ্ধতি উদ্ভাবন করে ইতোমধ্যে বিশ্ববাসীর নজর কাড়তে সক্ষম হয়েছে।

ব্যাপক হারে পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকদের দ্রুত খুঁজে বের করে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ব্যবস্থা, ড্রোন উড়িয়ে জনসমাগম ছত্রভঙ্গ, লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ দেশীয় ও প্রবাসী শ্রমিকদের নিয়মিত খাদ্য সহয়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগের কারণে করোনা মোকাবিলায় সফল হয়েছে কেরালা রাজ্যটি।

তাদের এই উদ্যোগ ইতোমধ্যে বিশ্ববাসীর কাছে কেরালা মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বের অনেক দেশ করোনা প্রতিরোধে কেরালা মডেল গ্রহণ করছে। সম্প্রতি সামাজিক দূরত্ব বজায় রাখতে আরও একটি অভিনব উদ্যোগের কারণে আবারও  আলোচিত ভার‌তের এই রাজ্য।  নতুন এই পদ্ধতির নাম ছাতা মডেল।

করোনা প্রতিরোধে কেরালা সরকার কর্তৃক গৃহীত অন্য ব্যবস্থাগুলো সফল হলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করা একটু কঠিন হয়ে যাচ্ছিল। এই কঠিন কাজকে সহজ করতে কেরালার আলঝুপ্পা জেলার একটি গ্রাম পঞ্চায়েত কমিটি নতুন এক‌টি পদ্ধতি বের করেছে। এই পদ্ধতির নাম ছাতা মডেল। এর স্লোগান হলো ”ছাতা খুলুন, নিরাপদ দূরত্বে থাকুন।

পঞ্চায়েত কমিটির ভাষ্যমতে, ছাতা সামাজিক দূরত্ব বজায় রাখার একটি ফলপ্রসু উপায়। আপনি যখন এক ছাতার নিচে একজন থাকবেন তখন এমনিতেই একটা দূরত্ব তৈরি হবে। আর মানুষ থেকে মানুষের এই অপ্রত্যাশিত দূরত্বই সামাজিক দূরত্ব নিশ্চিত করবে।

এতদিন ছাতা ব্যবহারের প্রথাসিদ্ধ রীতি ছিলো রোদ বা বৃষ্টি থেকে নিজেকে রক্ষা। কিন্তু নতুনভাবে ছাতার ব্যবহার শুরু হচ্ছে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে। কেরালার রাজ্য সরকারও ইঙ্গিত দিচ্ছে, আলঝুপ্পার এই নীতি কাজে দিলে ভারতের অন্যসব রাজ্যে এবং আরও বৃহত্তর ক্ষেত্রেও ছাতা মডেল ব্যবহার করেই সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা ভাবা হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *