fbpx
হোম আন্তর্জাতিক করোনা নিয়ে মুম্বাই বস্তির উদাহরণ টানলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনা নিয়ে মুম্বাই বস্তির উদাহরণ টানলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা নিয়ে মুম্বাই বস্তির উদাহরণ টানলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
টেডরস আরও বলেন, ইতালি, স্পেন এবং দক্ষিণ কোরিয়ার কথা এই প্রসঙ্গে উল্লেখ করতে হয়। এই সব দেশগুলি করোনা মহামারি শিকার হওয়ার পরেও তা নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে। এই প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করতে হয় মুম্বাইয়ের ধারাভি বস্তির কথা। অতি ঘন জনসন্নিবিষ্ট মেগাসিটির ধারাভি বস্তি যেভাবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে তা প্রশংসার যোগ্য। টেস্টিং, ট্রেসিং, আইসোলেটিং আর ট্রিটিং এই বেসিক নিয়ম মেনেই সাফল্য পেয়েছে ধারাভি।

যারা অসুস্থ, তাদের আইসোলেট করেই করোনা ভাইরাসের চেইন ভাঙা সম্ভব বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। করোনার ছড়িয়ে পড়া আটকাতে টেস্টিং, ট্রেসিং, আইসোলেটিং আর ট্রিটিং এই বেসিক নিয়মের কোনও বিকল্প এখনও পর্যন্ত নেই বলে মনে করিয়ে দিয়েছেন তিনি।

সারা বিশ্ব এক হয়ে করোনার বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিলে তবেই এই মহামারীকে দূর করা সম্ভব বলে মনে করছেন টেডরস আধানম।

করোনা ভাইরাস বাতাসে ছড়াতে পারে, ঘুরিয়ে বুধবারই তা স্বীকার করে নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার তার বিশদে ব্যাখ্যাও দিল তারা। শুক্রবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসার সময় এ ধরনের ঘটনা ঘটতেও পারে। কারণ, বেশ কিছু মেডিকেল পদ্ধতির সময় অতি-ক্ষুদ্র জলকণা (এরোসল ড্রপলেট) সৃষ্টি হতে পারে। পাশাপাশি এও বলা হয়েছে যে, অন্য কোনও ক্ষেত্রে বায়ুবাহিত সংক্রমণের সম্ভাবনা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *