fbpx
হোম বিনোদন করোনা নিয়ে গানে ব্রাভোর কণ্ঠে বাংলাদেশের নাম
করোনা নিয়ে গানে ব্রাভোর কণ্ঠে বাংলাদেশের নাম

করোনা নিয়ে গানে ব্রাভোর কণ্ঠে বাংলাদেশের নাম

0

‘করোনা কাউকে পাত্তা দেয় না/ সে কালো, সাদা, ধনী, গরিব, হিন্দু, মুসলিম অথবা খ্রিষ্টান/ আপনি কোথায় থেকে এসেছেন করোনা পাত্তা দেয় না/ দিন শেষে আমরা সবাই মানুষ/ আমরা হাল ছাড়ছি না, আমরা হাল ছাড়ছি না/ আমরা এই করোনার শেষ দেখতে চাই …’

করোনা ভাইরাস নিয়ে এই লাইনগুলো ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন জন ব্রাভোর কণ্ঠে গান হয়ে বাজছে । ডোয়াইন জন ব্রাভো ‘চ্যাম্পিয়ন’ গান গেয়ে বিশেষ খ্যাতি পাওয়া কণ্ঠশিল্পী। এর পরে তিনি গান গেয়েছেন আরও বেশ কয়েকটি। যার মধ্যে অন্যতম ‘এশিয়া’, ‘উই আর চ্যাম্পিয়নস’ গানগুলো।

বলা চলে, ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি গায়ক হিসেবেও এখন তারকাখ্যাতি পেয়ে গেছেন ব্রাভো। তাই সবসময়ই তার কাছ থেকে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা থাকে নতুন কিছুর। আর এসব বিষয়ে খুব একটা হতাশ করেন না ব্রাভো। ঠিক যেমন, বর্তমানে উদ্ভূত করোনা ভাইরাস নিয়ে তাকে অনুরোধ করা হয়েছিল গান গাওয়ার জন্য। যা দেখে দেরি করেননি এ ত্রিনিদাদের ক্রিকেটার।

ব্রাভো এই গানটিতে সারা বিশ্বের সব দেশের জন্য দোয়াপ্রার্থনা করেছেন। তিনি বাংলাদেশের নামও উল্লেখ করেছেন। এছাড়াও করোনা মোকাবিলায় যেসব নির্দেশনা দেয়া হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেগুলোও গানের ছলে বলেছেন ব্রাভো।

ডিজে ব্রাভোর ‘আমরা হাল ছাড়ছি না’ গানের কথাগুলো নিচে বাংলাসহ তুলে ধরা হলো…

সময়টা এখন খারাপ
খুবই দুঃখজনক অবস্থা
সারা বিশ্বের এখন সাহায্য দরকার
সারা বিশ্বে এখন সবকিছু বন্ধ
সব বিমানবন্দর বন্ধ
কোনো ভক্ত মাঠে আসছে না
এই মহামারি সব মজা নষ্ট করে দিয়েছে

একবার এসেছে ইবোলা, এখন আবার করোনা
খুবই বড় বিপর্যয়ের সময়
এখন আমাদের এক হওয়ার সময়
আমি বলছি, পুরো বিশ্বের সবাই কিন্তু লড়াকু
আমরা হাল ছাড়ছি না, আমরা হাল ছাড়ছি না
আমরা এই করোনার শেষ দেখতে চাই ।

চলুন সবাই ইতালির জন্য প্রার্থনা করি
ইংল্যান্ড ও জার্মানি, ত্রিনিদাদ ও জ্যামাইকা, ভারত ও চীন
আমি আমেরিকার জন্য প্রার্থনা করি
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
করোনা থেকে বিশ্বকে কে বাঁচাবে
আমরা হাল ছাড়ছি না, আমরা হাল ছাড়ছি না
আমরা এই করোনার শেষ দেখতে চাই ।

করোনা কাউকে পাত্তা দেয় না
সে কালো, সাদা, ধনী, গরিব, হিন্দু, মুসলিম অথবা খ্রিষ্টান
আপনি কোথায় থেকে এসেছেন করোনা পাত্তা দেয় না
দিন শেষে আমরা সবাই মানুষ
আমরা হাল ছাড়ছি না, আমরা হাল ছাড়ছি না
আমরা এই করোনার শেষ দেখতে চাই
প্রথমে সবাই ভেবেছিল করোনা তেমন কিছুই না
পরে দেখা গেল এটা খুবই ভয়াবহ
সবাই হাত পরিষ্কার রাখুন
পরিবারের সঙ্গে ঘরে থাকুন
সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে
সারা বিশ্ব কাঁদছে
আমরা হাল ছাড়ছি না, আমরা হাল ছাড়ছি না
আমরা এই করোনার শেষ দেখতে চাই ।

সেন্ট লুসিয়া, গায়ানা, শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল
আমি চ্যাম্পিয়ন ডিজে ব্রাভো আমার ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি পুরো বিশ্বে
আমরা হাল ছাড়ছি না, করোনা হারবেই ।

গানের লিংক…  https://youtu.be/ASaCNP3ukoo

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *