fbpx
হোম আন্তর্জাতিক করোনা: চীনা বিশেষজ্ঞের গুরুত্বপূর্ণ পরামর্শ
করোনা: চীনা বিশেষজ্ঞের গুরুত্বপূর্ণ পরামর্শ

করোনা: চীনা বিশেষজ্ঞের গুরুত্বপূর্ণ পরামর্শ

0

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য করণীয় বিষয়ে সফররত চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। গতকাল সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই বৈঠক চলে। করোনা রোগীদের চিকিৎসাসহ চিকিৎসকদের নিরাপত্তা ও সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বলেন, ‘মূলত আমাদের এখানকার করোনা রোগীদের বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, বিশ্বের কোথাও এখনো এর প্রতিষেধক বের হয়নি। অনেক দেশেই প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত অক্সিজেন সাপোর্টই এর মূল চিকিৎসা বলে তারা জানিয়েছে।’

অধ্যক্ষ আরও বলেন, ‘চীনের কাছে কিছু অক্সিজেন সাপোর্ট ডিভাইসের প্রস্তাব দিয়েছি। তারাও এটি আমাদের দিতে রাজি হয়েছেন। চীনে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর সেখানে রাষ্ট্র কী পদক্ষেপ নিয়েছিল, তাদের চিকিৎসকদের পিপিই থেকে শুরু করে স্বাস্থ্য নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেখানকার রোগীদের কী ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে সে বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। তারা একটি বিষয়ে পরামর্শ দিয়েছে যে, কারও করোনা উপসর্গ দেখা দিলে বাসায় সবার সঙ্গে থাকার দরকার নেই। তাকে আইসোলেশনে অন্যত্র রাখতে হবে।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *