fbpx
হোম অনুসন্ধান করোনা আক্রান্ত রংপুর বিভাগ
করোনা আক্রান্ত রংপুর বিভাগ

করোনা আক্রান্ত রংপুর বিভাগ

0

রংপুর বিভাগের আট জেলাতেই ছড়িয়ে পড়েছে করোনা। রংপুর মেডিকেল কলেজের করোনা টেস্ট ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা থেকে নতুন আরও সাতজনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা রংপুর বিভাগের নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার বাসিন্দা। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুর-উন-নবী লাইজু।

রংপুর মেডিকেল কলেজের করোনা টেস্ট ল্যাবে নমুনা পরীক্ষা শেষে নতুন রোগীরা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইডিসিআর এ পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য,, গত ২ এপ্রিল রংপুর মেডিকেল কলেজে পিসিআর মেশিন স্থাপিত ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে গত ১৬ দিনে (১৭ এপ্রিল পর্যন্ত) ১৩ ধাপে ১,১০৬টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর মাধ্যমে রংপুর বিভাগ থেকে আরও ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে মধ্যে গাইবান্ধায় ১৩, নীলফামারীতে ৯, দিনাজপুরে ৯, ঠাকুরগাঁওয়ে ৫, রংপুরে ৪, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২ এবং পঞ্চগড় জেলার ১ জন রয়েছেন।

এতে রংপুর বিভাগের আট জেলাতেই বিস্তার করেছে করোনা। আক্রান্তদের বেশিরভাগ ঢাকা ও নারায়নগঞ্জসহ গার্মেন্টস শিল্প এলাকা হতে গ্রামে ফিরেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *