fbpx
হোম আন্তর্জাতিক করোনা আক্রান্তদের জমজমের পানি পান করানোর নির্দেশ
করোনা আক্রান্তদের জমজমের পানি পান করানোর নির্দেশ

করোনা আক্রান্তদের জমজমের পানি পান করানোর নির্দেশ

0
সৌদি আরবের হারামাইন প্রেসিডেন্সির প্রধান প্রফেসর ড. শায়খ আবদুর রহমান বিন আব্দুল আজিজ আস সুদাইসি মহামারী করোনায় আক্রান্তদের জন্য জমজমের পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন। সামাজিক ও জাতীয় দায়িত্ববোধ থেকে তিনি এ ঘোষণা দেন।

আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম আল খালিজ টুডের অনলাইন সংস্করনের প্রতিবেদনে বলা হয়েছে, শায়খ সুদাইসের ঘোষণার পর থেকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদেরকে জমজমের পানি সরবরাহ করা শুরু হয়েছে। এছাড়া মক্কা ও মদিনা অধিদপ্তরও তাদের নিজস্ব তত্ত্বাবধানে করোনায় আক্রান্ত রোগীদের জন্য জমজমের পানি বিতরণ করছেন।

উল্লেখ্য, জমজম মসজিদে হারামের কাছে অবস্থিত একটি প্রসিদ্ধ কূপ। পবিত্র কাবা ও এই কূপের মধ্যে দূরত্ব মাত্র ৩৮ গজের। হজ ও উমরা আদায়কারীর জন্য বিশেষভাবে এবং পৃথিবীর সব মুসলমানের জন্য সাধারণভাবে জমজমের পানি পান করা মুস্তাহাব। সহিহ হাদিসে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমজম থেকে পানি পান করেছেন।

আর অন্য হাদিসে জমজমের পানিকে ‘রোগের ঔষধ’ বলে উল্লেখ করা হয়েছে। হজরত আয়েশা রা. বর্ণনা করেন, হজরত রাসুলুল্লাহ সা. নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন। তা অসুস্থদের ওপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন।

Like
Like Love Haha Wow Sad Angry
51

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *