fbpx
হোম আন্তর্জাতিক করোনায় মৃতদের গণকবরের জন্য প্রস্তুত ব্রাজিল
করোনায় মৃতদের গণকবরের জন্য প্রস্তুত ব্রাজিল

করোনায় মৃতদের গণকবরের জন্য প্রস্তুত ব্রাজিল

0

ব্রাজিলেও প্রকোপ হচ্ছে করোনার থাবা। তাই চলছে আগাম প্রস্তুতি।

ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে গণকবর খোড়ার কাজ করে যাচ্ছেন খননকারীরা। পরবর্তীতে সেখানেই কফিনে রাখা মরদেহ মাটি চাপা দেবেন কবরস্থানের কর্মীরা।

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে ওই শহরে। মেনাউসের মেয়র আর্থার নেটো জানিয়েছেন, প্রতিদিন ওই শহরে করোনাভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। মেয়র নেটো আশঙ্কা প্রকাশ করে বলেন, শহরে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে তাদের স্বাস্থ্য ব্যবস্থা লোকজনকে হয়তো আর সেবা দিয়ে যেতে পারবে না। হয়তো চিকিৎসার অভাবে লোকজনকে বাড়িতেই মৃত্যুবরণ করতে হবে বলে শঙ্কা ব্যক্ত করেছেন তিনি।

ফলে স্থানীয় প্রশাসনকে প্রতিদিন একশোর বেশি মানুষের মরদেহ সমাধিস্থ করতে হচ্ছে। এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ছে সেখানে। কিছুদনি আগেও সেখানে প্রতিদিন গড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।কিন্তু এখন সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছেই। ফলে সেখানে মরদেহ সমাধির দায়িত্বে থাকা দফতর গণকবর খোড়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওই গণকবরেই কোভিড-১৯ য়ে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনকে কবর দেওয়া হবে। ইতোমধ্যেই অনেক দেশেই এভাবেই করোনায় আক্রান্ত রোগীদের কবর দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে মরদেহগুলোর পরিচয় সংরক্ষণ করা হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry
10

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *