fbpx
হোম বিনোদন করোনার মধ্যেও ত্রাণ আত্মসাতের দুর্নীতি চলছে : মনির খান
করোনার মধ্যেও ত্রাণ আত্মসাতের দুর্নীতি চলছে : মনির খান

করোনার মধ্যেও ত্রাণ আত্মসাতের দুর্নীতি চলছে : মনির খান

0

করোনা ভাইরাস (Covid-19) একটি মারাত্মক প্রাণঘাতী ছোঁয়াচে রোগ। যার প্রতিষেধক এখনো পর্যন্ত কোনো দেশ বের করতে পারেনি। প্রতিনিয়ত মানুষ মরার খবরে বিশ্ব মিডিয়া ব্যস্ত। ১০ লাখ ছাড়িয়েছে মোট আক্রান্ত সংখ্যা। মৃত্যু ৫৩ হাজারেরও বেশি।

বাংলাদেশেও করোনায় এরিমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৬১ জন। সারাদেশে চলছে করোনা নমুনা সংগ্রহের কাজ। তাই সরকার থেকে শুরু করে সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দেশের মানুষের সচেতনতায় নানাভাবে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান সম্প্রতি চেঞ্জ টিভি’র সঙ্গে টেলিফোনে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, যেহেতু এই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য একমাত্র ভালো দিক হচ্ছে ঘরে অবস্থান করা সুতরাং আমি বেশ কয়েকদিন থেকে ঘরেই অবস্থান করছি। আমি আমার ভক্ত এবং সাধারণ মানুষকে বলবো আপনারা দয়া করে সচেতন হউন এবং নিয়মগুলো কষ্ট করে মেনে চলুন।

করোনায় অস্বচ্ছল ও অসহায়দের নিয়ে কথা প্রসঙ্গে মনির খান বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ মানসিকতার দিক থেকে এগিয়ে যেতে পারছিনা। শুধু সরকার একাই তাদের সাহায্য করলে হবেনা আমাদেরকেও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে আসতে হবে। এর মধ্য থেকে যারা অসহায়দের জন্য বরাদ্দকৃত ত্রাণ আত্মসাৎ করছেন কিংবা দুর্নীতি করছেন তাদের মানসিকতা নিয়েও কথা বলেন এই জনপ্রিয় বাংলা গানের কণ্ঠশিল্পী।

সাক্ষাতকারের সম্পুর্ন অংশটি দেখুন। লিংক… https://www.youtube.com/watch?v=3cx0rkTfblk

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *