fbpx
হোম আন্তর্জাতিক করোনার ভয় দেখাতে ঘরবন্দী করতে কবরস্থান তৈরী
করোনার ভয় দেখাতে ঘরবন্দী করতে কবরস্থান তৈরী

করোনার ভয় দেখাতে ঘরবন্দী করতে কবরস্থান তৈরী

0

বিভিন্ন দেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নেওয়া হচ্ছে নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা। অন্যান্য নিয়ম নীতির মধ্যে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে সঙ্গনিরোধ বা সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি। কিন্তু অনেকেই  আছেন যারা এই নিয়ম মানছেন না। ঘরের বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের লোকেদের ভয় দেখিয়ে ঘরবন্দী রাখার জন্য ইউক্রেনের ডিনিপ্রো শহরের মেয়র এক অদ্ভুত উদ্যোগ নিয়েছেন।

মেয়র বরিস ফিলাটোবের নির্দেশে শহরের বাইরে বনভূমিতে বিশাল জায়গাজুড়ে কবরস্থান তৈরি করে ছয়শ কবর খোঁড়া হয়েছে। এ ছাড়া মরদেহ বহনের জন্য দুই হাজার ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে। সকল চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে।

তবে আশ্চর্যের বিষয়, ইউক্রেনের সরকারি পরিসংখ্যান অনুসারে সেখানে করোনা ভাইরাসে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার আক্রান্ত এবং ৪৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডিনিপ্রো শহরে মাত্র ১৩ জন আক্রান্ত হলেও এখনও সেখানে কেউ মারা যাননি। তবে শহরজুড়ে মানুষের করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রণীত আইন ভাঙার প্রবণতা মেয়রকে ভাবিয়ে তুলেছে। তাই আগেভাগে এমন উদ্যোগ নিয়ে তিনি মানুষকে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করতে চান।

এই অদ্ভুত উদ্যোগের বিষয়ে গণমাধ্যমকে মেয়রের মুখপাত্র ইউলিয়া ভিটস্টি বলেন, কভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে যারা মারা যাবেন, তাদের কথা মাথায় রেখে ছয়শ কবর খনন করা হয়েছে এমন নয়। আমরা এতো মৃত্যু কামনা করি না। মূলত এই কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে কোয়ারেন্টাইনের বিষয়ে সচেতন করতে চাই। মেয়র বরিসও ফেইসবুক বার্তার মাধ্যমে মুখপাত্রের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry
18

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *