fbpx
হোম আন্তর্জাতিক করোনাকে সবাই মিলে পরাজিত করবো
করোনাকে সবাই মিলে পরাজিত করবো

করোনাকে সবাই মিলে পরাজিত করবো

0

সারা বিশ্বে যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বিরাজ করছে ঠিক তখন করোনা ভাইরাসের সাথে যারা সরাসরি লড়ে যাচ্ছেন তাঁরা হচ্ছেন বিশ্বের অগণিত চিকিৎসক ও নার্সরা।

ছবিতে যেমনটি দেখছেন ‘‘করোনাকে সবাই মিলে পরাজিত করবো’’ এই মিছিলে যুক্ত হয়ে সেবা দিতে গিয়ে ইরানে ১৪ জন চিকিৎসক ও নার্স নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। ১৪ জনের মাঝে রয়েছেন ৯ জন চিকিৎসক এবং ৫জন নার্স। চিকিৎসকরা হচ্ছেন সিয়ামাক দিভশালী, হামিদ লুতফি, মুস্তফা সামাদি, রেজা কুচেক নিয়া, ফরিদ নিরুভী, আরদেশির শিরান, মোহাম্মাদ মাহমুদি, মোহাম্মাদ কাজেম গুলারশান এবং মুসাভি ফাতাহবাদি। আর নার্সদের মাঝে ২৫ বছরের রাজেস খানেলি জাদেহ নামের একজন নার্স যিনি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে প্রথম নিজের জীবন বিলিয়ে দেন। আরও আছেন আলী শেখ মুরাদী, গোলামরেজা, সুগি কিয়া অরইয়ায়ী, এবং রামিন আজিজিফার।

অনেক চিকিৎসক এবং নার্স আক্রান্তদের কাছাকাছি অবস্থান করায় নিজেদের পরিবার থেকে আলাদা অবস্থান করছেন এবং যুদ্ধে যাবার মত নিজেদের আপজনদের কাছ থেকে বিদায় নিয়েছেন। অনেকে আবার তাঁদের পরিবারের সদস্যদের গ্রামের বাসায় পাঠিয়ে দিয়েছেন। অনেকের পারিবারিক অনুষ্ঠান জীবনের অংশ যেমন বিয়ের মত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মানবতার খাতিরে আক্রান্তদের সেবা দিতে গিয়ে পিঁছিয়ে দিয়েছেন। এমন অনেক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত ইরানের হাসপাতালগুলোতে।

উল্লেখ্য যে অন্যান্য দেশের মত ইরানেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে আর এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯১জন। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ হাজার ৭৩১জন। এমন সুস্থ হয়ে যারা বাসায় ফিরেছেন এক্ষেত্রে এককথায় যদি বলি তবে ভূল হবেনা এর সবটুকুই অবদান ইরানের চিকিৎসক ও নার্সদের। যারা এখনো প্রতিনিয়ত নিজেদের জীবন বাজি রেখে আক্রান্তদের সেবা দিয়ে চলেছেন। এমন চিকিৎসক এবং নার্সদের জন্য দোয়া ও ভালবাসা কামনা করছি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *