fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা কবরস্থান দখলমুক্ত করতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন
কবরস্থান দখলমুক্ত করতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

কবরস্থান দখলমুক্ত করতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. হারুন ও তার পিতার বিরুদ্ধে স্থানীয় পেকুয়ারকুল এলাকাবাসীর একমাত্র কবরস্থান দখলের অভিযোগ করেছেন স্থানীয়রা।

শত বছরের পুরাতন এই কবরস্থানটি উদ্ধারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পেকুয়ারকুল এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দখল হয়ে যাওয়া কবরস্থানের পাশে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে অংশ নিয়েছেন এলাকার কয়েক শতাধিক জনসাধারণ। এলাকাবাসীর দাবী, কবর স্থানটিতে কয়েক শতাধিক পুরাতন কবর রয়েছে। শত শত বছর ধরে ওই কবরস্থানে এলাকার মানুষ লাশ দাফন করে আসছে। যেখানে একটি মাজার ও মসজিদও রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. হারুন ও তার বাবা মোস্তাফিজুর রহমান বাচা ওই এলাকার একমাত্র ও শতবছরের পুরাতন কবরস্থানটি নিজেদের পারিবারিক সম্পত্তি দাবি করে নিয়েছে। ইতিমধ্যে তিনি কবর স্থানের চারদিকে ঘিরে রেখেছেন।

এলাকার মানুষ শত বছরের পুরাতন এই কবরস্থানটি পুনঃউদ্ধারের দাবি জানিয়েছেন। আয়োজিত মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রমজান আলীসহ অন্যান্য বক্তারা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এদিকে কবরস্থান দখলমুক্ত করতে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদনও করা হয়েছিল। এতদ সত্ত্বেও অভিযুক্ত ওই ইউপি সদস্য কবরস্থানের ওপরই তার দখল কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য মো. হারুন বলেন, কবর স্থানের পাহাড়টি তার বাপ দাদার আমলের। সেই হিসেবে তিনি এখানে গেড়াবেড়া ও গাছের চারা রোপণ করছেন। এলাকার মানুষ তার কাছে চাইলে তিনি সমঝতার ভিত্তিতে কবর স্থানের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা দেবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, কবরস্থান দখলের ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *