fbpx
হোম আন্তর্জাতিক এরদোয়ানের অটোমান পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন কখনো সত্যি হবে না
এরদোয়ানের অটোমান পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন কখনো সত্যি হবে না

এরদোয়ানের অটোমান পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন কখনো সত্যি হবে না

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্ত ধরে ৩০ কিলোমিটার এলাকা নিয়ে যে নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছেন তা নাকচ করে দিয়েছেন সিরিয়ার একজন সংসদ সদস্য। তিনি বলেছেন, এটি এরদোয়ানের মস্তিস্ক থেকে আসা প্রস্তাব যার শেকড় মূলত তার উপনিবেশিক প্রকল্পের মধ্যে রয়েছে।

রাশিয়ান স্পুৎনিক বার্তা সংস্থার আরবি বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার এমপি আম্মার আল-আসাদ এসব কথা বলেছেন।

তিনি বলেন, সিরিয়া সীমান্তের ৩০ কিলোমিটার ভেতর জুড়ে নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট তা জোরালোভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। এরদোয়ানের অটোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন কখনো সত্যি হবে না।

সিরিয়ার এই এমপি আরো বলেন, “সিরিয়ার প্রতি এরদোয়ানের শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি ও উপনিবেশিক মানসিকতার সঙ্গে আমরা পরিচিত। তিনি সন্ত্রাসবাদকে সমর্থন করেন এবং রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অন্তর্ঘাতমূলক তৎপরতা ও প্রতারণার আশ্রয় নিতে দ্বিধা করেন না।”

আম্মার আল-আসাদ আরো বলেন প্রেসিডেন্ট এরদোগান সিরিয়া সীমান্তের ভেতরে ৩০ কিলোমিটার জুড়ে যে নিরাপদ অঞ্চল গঠনের কথা বলছেন আন্তর্জাতিক নিয়ম নীতি বা চুক্তিতে এই ধরণের কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *