fbpx
হোম রাজনীতি এমপি বাবলুর অস্ত্র প্রদর্শনের ছবি নিয়ে সমালোচনার ঝড় !
এমপি বাবলুর অস্ত্র প্রদর্শনের ছবি নিয়ে সমালোচনার ঝড় !

এমপি বাবলুর অস্ত্র প্রদর্শনের ছবি নিয়ে সমালোচনার ঝড় !

0

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবির পোজ দিয়ে সমালোচিত হয়েছেন।

শুক্রবার ছবিটি ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। একজন এমপির অস্ত্র প্রদর্শনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন অত্যন্ত অশোভন ও হীন অভিব্যক্তির প্রতিফলন বলে মতপ্রকাশ করেন অনেকে।

বগুড়ার নন্দীগ্রামের এবি বারিক নামের এক ব্যক্তি তার ফেসবুক বলেন, ‘হঠাৎ এমপি তাই, এর বিচার চাই।’

তবে সংসদ সদস্য রেজাউল করিম দাবি করেছেন, নিরাপত্তার জন্যই তিনি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন। সপ্তাহখানেক আগে ঢাকার একটি অস্ত্রের দোকান থেকে তিনি ৮০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল কিনেছেন। দোকানে বসে পিস্তল নাড়াচাড়া করার সময় তার সঙ্গে থাকা কোনো কর্মী মুঠোফোনে ছবি তুলে তা তাদের ফেসবুক ওয়ালে আপলোড দিয়েছেন।

তিনি বলেন, লাইসেন্স করা বৈধ অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড দিতে আইনি কোনো বাধা নেই। তার সঙ্গে থাকা কোনো কর্মী তাকে না বলেই ফেসবুকে দিয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষ আর তাকে অপছন্দ করা কিছু সাংবাদিক এই ছবি ভাইরাল করে নানা অপপ্রচার চালাচ্ছেন।

এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সংসদ সদস্য রেজাউল করিমের নামে কয়েক মাস আগে একটি পিস্তুলের লাইসেন্স প্রদানের জন্য পুলিশের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। তবে জেলা প্রশাসন তাকে পিস্তুলের লাইসেন্স দিয়েছে কি না তা জানা নেই।

এমপি বাবলুর জন্ম গাইবান্ধার সাঘাটা উপজেলায়। ছোটবেলা থেকেই বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের একটি গ্রামে অন্যের বাড়িতে থেকে লেখাপড়া করেন। শিক্ষাজীবনে বেশিদূর এগুতে না পারলেও উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা গ্রামে বিয়ে করে মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর গ্রামে বসতবাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *