fbpx
হোম আন্তর্জাতিক এবার চীনা যুদ্ধবিমান দিয়ে রাফায়েলকে টেক্কা দেবে পাকিস্তান
এবার চীনা যুদ্ধবিমান দিয়ে রাফায়েলকে টেক্কা দেবে পাকিস্তান

এবার চীনা যুদ্ধবিমান দিয়ে রাফায়েলকে টেক্কা দেবে পাকিস্তান

0

পাকিস্তানের বিমানবাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি জে-১০সি মডেলের ২৫টি উন্নত যুদ্ধবিমান।

এর ফলে আকাশে ফ্রান্সের তৈরি রাফায়েলকে টেক্কা দেওয়া অনেক সহজ হবে বলে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। খবর আল আরাবিয়ার।

যুদ্ধবিমানের বহর শক্তিশালী করার অংশ হিসেবে চীনের কাছ থেকে জে-১০সি মডেলের যুদ্ধবিমান কিনেছে পাকিস্তান।

শুক্রবার ‘কামরা’ বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন যুদ্ধবিমানগুলো বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করে পাকিস্তান।

যুদ্ধবিমান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছেন।

জে-১০সি যুদ্ধবিমান বহুমুখী কাজে ব্যবহার করা যায়। এগুলো সব ধরনের আবহাওয়ায়,বিশেষ রে রাত্রিকালীন অভিযানের উপযোগী করে তৈরি করা হয়েছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের প্রতিরক্ষা বাহিনীর বহরে থাকা যুদ্ধবিমানের মধ্যে সবচেয়ে বেশি আস্থা রাখার মতো একটি হলো জে-১০সি মডেলের এই যুদ্ধবিমান। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমানের আকার মাঝারি ধরনের।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *