fbpx
হোম আন্তর্জাতিক এবার করোনায় পাকিস্তানের মুলতান শহর যেনো আর এক উহান শহর !
এবার করোনায় পাকিস্তানের মুলতান শহর যেনো আর এক উহান শহর !

এবার করোনায় পাকিস্তানের মুলতান শহর যেনো আর এক উহান শহর !

0

পাকিস্তানের উত্তর পাঞ্জাব প্রদেশের মুলতান শহরটিতে সাধারণ মানুষের চেয়ে চিকিৎসক ও নার্সরাই বেশি আক্রান্ত হচ্ছেন। করোনা মহামারীতে এখন চীনের উহানের পরিস্থিতি বিরাজ করছে এখানে।

যতই দিন যাচ্ছে, শহরটি আরেক উহান হয়ে উঠছে। প্রায় চার মাসের করোনাবিরোধী যুদ্ধে চীনে ৩ হাজারের বেশি ডাক্তার ও নার্স আক্রান্ত হয়েছেন। এর অর্ধেকই উহানের; যার প্রথম শিকার হয়েছিলেন হুইসেল ব্লোয়ার খ্যাত লি ওয়েনলিয়াং।

মুলতানের বিভিন্ন হাসপাতালে লড়াইরত অন্তত ৩০ স্বাস্থ্যকর্মীর করোনা ধরা পড়েছে। ২৬ জন ডাক্তারসহ এ তালিকায় রয়েছেন তিন নার্স ও এক প্যারামেডিক সদস্য। মহামারীর শুরুর দিকে করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে যেমনটা হয়েছিল। মুলতানকে তাই উহানের সঙ্গে মেলানো হচ্ছে।

এমন পরিস্থিতিতে সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে পাকিস্তানে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার এ কথা ঘোষণা করেন ইমরান খান। স্তব্ধ অর্থনীতিতে গতি সঞ্চারে বিভিন্ন শিল্প সংস্থায় কাজ চালু করার ছাড়পত্র দেয়া হয়েছে।

পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। সরকারি তথ্যের ভিত্তিতে জানা যায়, এখন পর্যন্ত পাকিস্তানে মরণ ভাইরাসের বলি হয়েছেন ১১৭ জন। সংক্রমণের সংখ্যা ৬২৯৭। আক্রান্তের তালিকা দীর্ঘ করার পেছনে বড় ভূমিকা রাখছে পাঞ্জাব প্রদেশ।

এ প্রদেশেই আক্রান্ত ৩০১৬ জন। পুরো পাকিস্তানে সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে এগিয়ে মুলতান। শহরের হাসপাতালগুলোতে স্রোতের মতো আসছে কোভিড-১৯ এর রোগী। চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *