fbpx
হোম বিনোদন এবার ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’র আত্মপ্রকাশ
এবার ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’র আত্মপ্রকাশ

এবার ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’র আত্মপ্রকাশ

0

দুই মাসের নানা প্রস্তুতি শেষে আজ (৯ সেপ্টেম্বর) ঐকমত্য পোষণ করে বিবৃতি দিয়েছেন দেশের কণ্ঠশিল্পীরা। । ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’ নামে সংগঠনটির ঘোষণা এসেছে।

আহ্বায়ক স্বাধীনতা পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক কুমার বিশ্বজিৎ ও গায়ক হাসান আবেদুর রেজা জুয়েল।

নবনিযুক্ত আহ্বায়ক রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, তারা সাংগঠনিকভাবে নিজেদের দাবি-দাওয়া আদায় করতে পারেন। আজ কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ গঠিত হওয়ার মাধ্যমে সংগীতাঙ্গনে এক বৃহৎ ঐক্যের দুয়ার খুলে গেল।

যুগ্ম আহ্বায়ক কুমার বিশ্বজিৎ বলেন, শিল্পীরা চান, তাদের সৃষ্টির যোগ্যতা নিয়ে স্বাবলম্বী হতে। এই স্বপ্নকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের অগ্রজ এবং নবীন প্রগতিশীল কণ্ঠশিল্পীদের সংগঠিত করে আমরা সজ্ঞানে, সুচিন্তিত মতামতের ভিত্তিতে কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ গঠন করতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নতুন এ সংগঠনের ২৫ সদস্যের নির্বাহী কমিটির পাশাপাশি একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়েছে। যেখানে রয়েছে দেশের বরেণ্য সঙ্গীতযোদ্ধারা।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সংঘবদ্ধ হয়ে চমক দেখায় দেশের সিংহভাগ গীতিকবি। তৈরি করেন ‘গীতিকবি সংঘ’ নামে একটি সংগঠন। এর পরপরই আত্মপ্রকাশে আসে মিউজিক কম্পোজারস অ্যাসোসিয়েশন। সংগীতের প্রধানতম কারিগরদের পর এবার ঘোষণা এলো কণ্ঠশিল্পীদের সংগঠন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *