fbpx
হোম অন্যান্য এবার উভয় বিপদে ঢাকায় আসা কর্মজীবী মানুষেরা
এবার উভয় বিপদে ঢাকায় আসা কর্মজীবী মানুষেরা

এবার উভয় বিপদে ঢাকায় আসা কর্মজীবী মানুষেরা

0

গ্রাম থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে আসা কর্মজীবী মানুষের তালিকা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা পরিস্থিতিতে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য জানান।

তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে তারা ফিরে গেলে বাড়ি লকডাউন করা হবে, তাদের যেতে হবে কোয়ারেন্টাইনে। সভায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পোশাক কারখানা পরিচালনার জন্য মালিকদের বলা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

শ্রমিকরা কারখানায় ফিরলে করোনার তিন হটস্পট ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে কি-না’— প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা এমন আশঙ্কার কথা জানালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একবার যারা ভেতরে চলে আসছে; ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে চলে আসছে, তাদের এখানেই থাকতে হবে। যে পর্যন্ত লকডাউন পিরিয়ড থাকবে বা যতক্ষণ পর্যন্ত না সংক্রমণ না কমবে বা একটা পিরিয়ড নির্ধারিত হবে, সেই পিরিয়ড পর্যন্ত তাদের ওই এলাকায়-ই থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা তাদের বের হওয়ার জন্য বারণ করব। এবং কেউ যদি কোনো কারণে চলে যায়, আমরা সমস্ত জেলায় নির্দেশনা দিচ্ছি লিস্ট করে ফেলার জন্য। কারা গার্মেন্টস বা অন্যান্য শিল্পে কাজ করতে ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা অন্যান্য জায়গায় এসেছে তাদের তালিকা রাখবে স্ব স্ব জেলা। কেউ যদি ফেরত যায় তাকে কোয়ারেন্টাইনে নিয়ে যাবে, তার বাড়ি লকডাউন করে দেবে। এই নির্দেশনা দেয়া হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *