fbpx
হোম আন্তর্জাতিক এবার আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসেও করোনার থাবা
এবার আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসেও করোনার থাবা

এবার আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসেও করোনার থাবা

0

আফগানিস্তানে করোনা ভাইরাসে সংক্রমিত হাজারের কাছাকাছি মানুষ; মারা গেছেন কমপক্ষে ৩৩ জন।

কিন্তু এবার আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে কমপক্ষে ৪০ জন করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যম- নিউইয়র্ক টাইমস নিশ্চিত করে এ তথ্য। দেশটির সরকারের পক্ষ থেকে এখনো খবরটি প্রকাশ করা হয়নি। তবে আফগান গণমাধ্যমগুলো দাবি করেছে কমপক্ষে ২০ কর্মকর্তা-কর্মচারী কোভিড নাইনটিনে আক্রান্ত হয়েছেন।

এদিকে জানা যায়, প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিজেও করোনা সংক্রমণের শিকার। তবে এ খবরকে অনেকে গুজব বলেও অ্যাখ্যা দিয়েছেন।

৭০ বছর বয়সী এই রাজনীতিক ১৯৯০ সাল থেকেই ক্যান্সারের কারণে পাকস্থলীর সমস্যায় ভুগছেন। জনমনে আতঙ্ক কমাতে এরইমধ্যে কঠোর করা হয়েছে প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিরাপত্তা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবধরনের সরকারি সিদ্ধান্ত জানানো হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *