fbpx
হোম আন্তর্জাতিক ‘এনআরসি তালিকা থেকে প্রকৃত ভারতীয়রা বাদ যাবে না’
‘এনআরসি তালিকা থেকে প্রকৃত ভারতীয়রা বাদ যাবে না’

‘এনআরসি তালিকা থেকে প্রকৃত ভারতীয়রা বাদ যাবে না’

0

ভারতের বিজেপি শাসিত আসাম রাজ্য সরকার ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে- আসাম রাজ্যের ‘জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে কোন প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ দেওয়া হবে না। তেমনই কোন অবৈধ নাগরিকদেরও এই তালিকায় জায়গা হবে না।

সোমবার (৩১ আগস্ট) আসাম বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই এমন মন্তব্য করেন রাজ্যটির শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি। তিনি বলেন ‘চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের পর রাজ্য সরকারের তরফ থেকে দেশটির শীর্ষ আদালতে একটি হলফনামা দাখিল করা হয়েছিল। একটি শুদ্ধ এনআরসি প্রকাশের জন্য সুপ্রিম কোর্টে দাখিল করা ওই হলফনামায় রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্তবর্তী আসামের জেলাগুলিতে ২০ শতাংশ এনআরসি পুন:যাচাই (রি-ভেরিফিকেশন) এবং রাজ্যের অন্য জেলাগুলিতে ১০ শতাংশ এনআরসি পুন:যাচাই প্রয়োজন।’

উল্লেখ্য, গত বছরের ৩১ আগস্ট আসামে এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। জমা পড়া ৩ কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে এনআরসি’র তালিকায় ঠাঁই পায় প্রায় ৩.১১ কোটি মানুষের নাম। আর তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখেরও বেশি নাগরিকের নাম। এরপরই শুরু হয় প্রবল বিতর্ক।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *