fbpx
হোম অন্যান্য এখন থেকে ২৫ মিনিটে যাওয়া যাবে আন্তর্জাতিক বিমানবন্দর !
এখন থেকে ২৫ মিনিটে যাওয়া যাবে আন্তর্জাতিক বিমানবন্দর !

এখন থেকে ২৫ মিনিটে যাওয়া যাবে আন্তর্জাতিক বিমানবন্দর !

0

বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মত চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ওয়াটার বাস সার্ভিস। এর ফলে যানজট এড়িয়ে সদরঘাট থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাওয়া যাবে মাত্র ২৫ মিনিটে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসীরা।

ওয়াটার বাস প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জানিয়েছে, যাত্রীদের চাহিদা বিবেচনায় সার্ভিসের পরিসর আরও বাড়ানো হবে।

রাস্তায় কোন যানজট না থাকলে ৩০ মিনিটেই নিউমার্কেট থেকে বিমানবন্দরে যাওয়া সম্ভব হয়। অন্যথায় নিউমার্কেট থেকে বিমানবন্দরে পৌঁছাতে দুই ঘণ্টারও বেশি সময় লেগে যায় বলে জানান বন্দরনগরীর বাসিন্দারা।

চট্টগ্রাম নগরীর সদরঘাটে তৈরী করা হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন দ্বিতল টার্মিনাল। এরইমধ্যে পরীক্ষামূলকভাবে চলাচল করছে বিদেশী প্রযুক্তিতে দেশে তৈরি ৩৫ যাত্রী ধারণক্ষমতার দুটি শীততাপ নিয়ন্ত্রিত ওয়াটার বাস।

বিমানযাত্রীর সুবিধা বিবেচনায় ওয়াটার বাসে লাগেজ রাখার ব্যবস্থাসহ রয়েছে ওয়াই ফাই। টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। শুধু বিমানযাত্রীই নয়, যেতে পারবেন যে কেউ। এমন উদ্যোগকে স্বাগত জানালেন বিমানযাত্রী ও সাধারণ মানুষসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।

নেভাল জেটি থেকেও বিমানবন্দরের যাত্রীরা এই ওয়াটার-বাস সেবা নিতে পারবেন বলে জানা যায়।ইতিমধ্যে ২৩ নভেম্বর (শনিবার) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদরঘাট থেকে কর্ণফুলী ঘাট-১৫ পর্যন্ত পরীক্ষামূলক একটি যাত্রা পরিচালনা করে সফল হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
10

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *