fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা একটা কাগজও কিনতে হয়নিঃ নুসরাতের আইনজীবী
একটা কাগজও কিনতে হয়নিঃ নুসরাতের আইনজীবী

একটা কাগজও কিনতে হয়নিঃ নুসরাতের আইনজীবী

0

একটা কাগজও কিনতে হয়নি নুসরাতের পরিবারকে বলে মন্তব্য করেছেন নুসরাত হত্যা মামলায় তার মায়ের করা মামলার আইনজীবী শাহজাহান সাজু।

তিনি বলেন, ‘সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এ মামলাটি স্বপ্রণোদিত হয়ে লড়েছি, অনেক সময় নিজের পকেট থেকে ব্যয় করেছি। নুসরাতের পরিবারকে এক টাকাও খরচ করতে হয়নি। একটা কাগজও কিনতে হয়নি।’

তিনি জানান, ২৮ মার্চ মামলা করেন নুসরাতের মা। ওই মামলাটির আইনজীবী ছিলাম। এরপর ১০ এপ্রিল থেকে নুসরাত হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ত হয়েছি।অ্যাডভোকেট শাহজাহান সাজু আরও বলেন, আমার নিজেরই তিনটা মেয়ে আছে, তারাও লেখাপড়া করে। আর কোনো মেয়েকে যেন শিক্ষা-প্রতিষ্ঠানে গিয়ে এমন নির্মমতার শিকার হতে না হয়। সেজন্য সামাজিক দায়বদ্ধতা থেকে আসামিদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য আইনি লড়াইয়ে লড়েছি।

আজ সকাল ১১টায় আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফাঁসির রায় হলো ১৬ জনের। যারা সবাই জড়িত এই হত্যাতান্ডের সাথে। সাড়ে ছয় মাস ধরে এই রায়ে ৬১ কার্যদিবস সময় লেগেছে।

রায়ে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজসহ মোট ১৬ জনেরই ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তবে ৮০৮ পৃষ্ঠার রায়ে ওসি মোয়াজ্জেম ও এসপিসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও আদেশ দিয়েছে আদালত। মামলায় কালক্ষেপণ, এজহার নিয়ে কূটচাল, গুরুত্বপূর্ণ আসামিদের নাম বাদ, নুসরাতকে থানায় জবানবন্দির নামে ওসির হেনস্তা, বহির্ভূত জিজ্ঞাসাবাদ, প্রথমে অজ্ঞাত মামলা পরে ৮ জনের নাম উল্লেখ ছাড়াও বেশ কয়েকটি কারনে তাদের বিরুদ্ধে এই আদেশ দেয়া হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *