fbpx
হোম অন্যান্য এই মাসেই কয়েকটি কালবৈশাখী ঝড়ের আভাস !
এই মাসেই কয়েকটি কালবৈশাখী ঝড়ের আভাস !

এই মাসেই কয়েকটি কালবৈশাখী ঝড়ের আভাস !

0

শীত শেষ হতেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আর এ তাপমাত্রা বাড়তেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে চলতি মাসে ২ থেকে ৩টি মাঝারি আকারের এবং এক থেকে দুটি তীব্র কালবৈশাখী ঝড়ের আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের দেওয়া মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসেই দেশে দুই থেকে তিনটি মাঝারি আকারের এবং এক থেকে দুটি তীব্র কালবৈশাখী হতে পারে। মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, মার্চে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ২ থেকে ৩টি মৃদু অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *