fbpx
হোম অন্যান্য উত্তর আমেরিকায় আজ থেকে তারাবীর সালাত
উত্তর আমেরিকায় আজ থেকে তারাবীর সালাত

উত্তর আমেরিকায় আজ থেকে তারাবীর সালাত

0

সোমবার ১২ এপ্রিল পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে। নিউইয়র্কের আন-নূর ইসলামীক কালচারাল সেন্টার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ ১৩ এপ্রিল উত্তর আমেরিকায় রোজা পালন শুরু হচ্ছে। সে অনুযায়ী আমেরিকায় বসবাসরত মুসলমানগণ আজ এশার নামযের পর তারাবীর সালাত আদায় করবেন।তবে সিটির নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধী মেনে মসজিদে তারাবীর নামায় আদায় করবেন।

করোনার কারনে গত বছরের ন্যায় এবছরও মসজিদে ইফতার পরিবেশন বন্ধ থাকবে। সৌদি আরবের সাথে মিল রেখে উত্তর আমেরিকার মুসলমানগণ সিয়াম ও ঈদ উদযাপন করে থাকেন। সৌদি আরবে ১১ এপ্রিল রবিবার রমজানের চাঁদ দেখা যায়নি।সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।

মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে। চলতি বছরে উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রোজা।

এ সময় মুসলমানরা এবাদতের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও অংশ নেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *