fbpx
হোম Uncategorized ইসিতে আপিল শুনানী বৃহস্পতিবার থেকে

ইসিতে আপিল শুনানী বৃহস্পতিবার থেকে

0

প্রার্থিতা ফিরে পেতে আপিলের হিড়িক পড়েছে নির্বাচন কমিশনে । গত দুদিনে মোট ৩১৮টি আপিল করেছেন প্রার্থীরা। আজ বুধবার আপিলের শেষ দিন। সব মিলিয়ে আপিলের সংখ্যা সাড়ে চারশর বেশি হতে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার থেকে শুরু হবে আপিলের শুনানি। চলবে শনিবার পর্যন্ত।

শুনানির পর ইসির সিদ্ধান্ত মন মতো না হলে সংশ্লিষ্ট প্রার্থী বিষয়টির প্রতিকার চেয়ে হাইকোর্টে যেতে পারবেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে ১০ ডিসেম্বর। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা তাঁদের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমা দেওয়া তিন হাজার ৬৫ মনোনয়নপত্রের মধ্যে ৭৮৬টি বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। গত রোববার যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *