fbpx
হোম আন্তর্জাতিক ইসরায়েলকে ‘আলটিমেটাম’ দিলেন মাহমুদ আব্বাস
ইসরায়েলকে ‘আলটিমেটাম’ দিলেন মাহমুদ আব্বাস

ইসরায়েলকে ‘আলটিমেটাম’ দিলেন মাহমুদ আব্বাস

0

অধিকৃত এলাকা থেকে সরে যেতে ইসরায়েলকে একবছরের সীমা বেঁধে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এসময়ের মধ্যে তা না করা হলে ইসরায়েলকে দেওয়া স্বীকৃতি প্রত্যাহার করার হুমকি দিয়েছেন আব্বাস। শনিবার (২৫ সেপ্টেম্বর) এসব জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) একটি ভার্চুয়াল ভাষণে আব্বাস জানান, তিনি আর ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন না যদি ফিলিস্তিন থেকে প্রত্যাহার না করে।

তিনি বলেন, পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সালে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহারের জন্য এক বছর সময় আছে দখলদার ইসরায়েলের কাছে। যদি এটি অর্জন করা না হয়, তাহলে কেন ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলের স্বীকৃতি বজায় রাখা হবে?

কয়েক দশক ধরে ইসরায়েলের আঞ্চলিক সম্প্রসারণ দেখানো অঞ্চলের মানচিত্রের পটভূমিতে কথা বলেছেন আব্বাস। তিনি ইসরায়েলের বিরুদ্ধে বর্ণবাদ এবং জাতিগত নির্মূলকরণের অভিযোগ এনেছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *