fbpx
হোম আন্তর্জাতিক ইসরাইলি হামলা দ্রুত বন্ধের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবের
ইসরাইলি হামলা দ্রুত বন্ধের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবের

ইসরাইলি হামলা দ্রুত বন্ধের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবের

0

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার এক টুইটবার্তায় তিনি এ আহ্বান জানান। গুতেরেস বলেন, ঈদ উৎসবের প্রতি সম্মান দেখিয়ে উত্তেজনা কমাতে আমি আহ্বান জানাচ্ছি।

এই সহিংসতা মধ্যপ্রাচ্যে উগ্রবাদ উস্কে দেবে বলেও তিনি মন্তব্য করেন। জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, এরই মধ্যে অনেক বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। এই সহিংসতা দীর্ঘায়িত হলে পুরো অঞ্চলজুড়ে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ বেড়ে যাবে।

এ দিকে সহিংসতার পঞ্চম দিনে গাজায় হামলা জোরদার করেছে ইসরাইল। শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট হামলা বাড়িয়ে দিয়েছে। ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে চারজন নিহত হওয়ায় ১১ মে থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩১ শিশু ও ২০ নারী। এ ছাড়া ইসরাইলি হামলায় আহত হয়েছেন অন্তত ৯২০ ফিলিস্তিনি।

গুতেরেসের আহ্বানের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার এই চক্র দ্রুত বন্ধ হওয়া দরকার।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপে তিনি বলেন, বিলম্বের চেয়ে শিগগিরই এ সহিংসতা বন্ধ হবে বলে আশা করছি। কিন্তু ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেন বাইডেন।

শুক্রবার গাজায় হামলায় স্থল ও বিমান বাহিনী অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। তবে তারা গাজায় প্রবেশ করেনি।

গাজা শহরের ভিডিওতে দেখা যায়, ইসরাইলি কামান, গানবোট ও বিমান হামলায় আকাশে বিস্ফোরণের আলো জ্বলে উঠছে। ইসরাইলি সীমান্তে বসবাসরত গাজার অধিবাসীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। গাজার সেজায়ারার বাসিন্দারা বলছেন, ইসরাইলি কামানের গোলা এসে তাদের বাড়িতে পড়ছে।

সূত্র : আলজাজিরা ও আনাদুলো এজেন্সি

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *